ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সরকার নিবন্ধিত ইঞ্জিনিয়ারদের প্রথম সেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ার্স এসোসিয়েশন (বি আই ই এ) ময়মনসিংহ জোনের আওতাধীন ১১ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় নির্দেশে ময়মনসিংহ জোনের সমন্বয়ক প্যানেলের সহায়তায় সকলের সাথে আলোচনা সাপেক্ষে বি আই ই এর জাতীয় প্রচার ও প্রকাশনা সেলের মাধ্যমে এই কমিটি প্রকাশিত হয়।
উক্ত কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছে মোঃ আমিন হোসেন, যুগ্ম আহ্বায়ক হিসেবে আছে ফেরদৌস আলম সরকার ও আশিকুর রহমান শিহাব, সদস্য সচিব হিসেবে আছে শরীফ আহমদ, সদস্য হিসেবে আছে রেজাউল করিম, ওয়ালিদ নাসের, সেলিম আহমেদ, রবিউল ইসলাম রাসেল, মনজুরুল হক, আশিকুল ইসলাম ইয়াসিন, মাহফুজুর রহমান।
উক্ত কমিটির মেয়াদ হবে পূর্ণাম্গ কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এবং কমিটির সকল সদস্যদের সংগঠনের মূলনীতি অনুসারে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।