ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহ জেলায় বিআইইএ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী জনাব আবদুল্লাহ আল মামুন ভাইয়ের রোগ মুক্তির জন্য ৫ জন হাফেজ দ্বারা কোরআন খতম পড়ানো হয়। মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় এবং সাথে ইফতারের আয়োজন করানো হয়। গত কয়েকদিন আগে জনাব আব্দুল্লা আল মামুন করোনা পজেটিভ হন।
১৬-০৪-২০২১ রোজ শুক্রবার বিআইইএ সমন্বয়ক দায়িত্বপ্রাপ্ত জোন ময়মনসিংহ জিয়ারুল ইসলাম জিয়া এসকল অনুষ্ঠানের আয়োজন করেন । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জোনের সম্মানিত সমন্বয়কগন ইকরামুল আদল ফিজার, জিয়ারুল ইসলাম জিয়া, শামসুর রেজা তুষার এবং ময়মনসিংহ জেলা কমিটির সম্মানিত আহবায়ক ইঞ্জিনিয়ার আমিন হোসেন, যুগ্ম আহবায়ক ফেরদৌস আলম সরকার, সদস্য সচিব শরীফ আহমেদ।
উক্ত দোয়া মাহফিল ও ইফতারের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকলের প্রত্যাশা একটাই আল্লাহ তায়ালা জনাব আব্দুল্লা আল মামুনকে যেন দ্রুত সুস্থতা দান করেন।