জাতীয় প্রচার প্রকাশনা সেলের সাথে আলোচনা সভা-বিআইইএ জাতীয় সম্মেলন বাস্তাবায়ন করার জন্য
মোঃ সাজিদ হাসান,নিবার্হী সদস্য,জাতীয় প্রচার প্রকাশনা সেল- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন-(BIEA) জাতীয় সম্মেলন বাস্তাবায়ন করার জন্য জাতীয় প্রচার প্রকাশনা সেলের সকল সদস্যদের ভুমিকা গুরুত্বপুণ তাই সে কথা মাখায় রেখে জাতীয় পরিচালনা পরিষদের সদন্যরা সব সেলের ন্যায় জাতীয় প্রচার প্রকাশনা সেলের সাথে আলোচনা করে সম্মেলন বাস্তাবায়ন করার জন্য।
জাতীয় প্রচার প্রকাশনা সেল এর মিটিং এ উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার এসোসিয়েশন এর মাননীয় ট্রাস্টি মহোদয় আব্দুল্লা আল মামুন, পরিচালনা বোর্ডের সদস্য ও উপদেষ্টা জাহানগীর আলম তুষার, সমন্বয়কারী মুখপাত্র মোতাসিম বিল্লাহ ভ,জাতীয় মিডিয়া সেল মুখপাত্র আরিফ বিশ্বাস, জাতীয় ব্লাড ডোনেশন সেল মুখপাএ এমদাদুল হক মিলন সহ জাতীয় প্রচার প্রকাশনা সেলের সম্মানিত সদস্যবৃন্দ। আজকে মিটিং এ আমরা আমাদের সংগঠনকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং সবার কাছে আমাদের সংগঠন সহ সম্মেনের মেছেস টি সকল ইঞ্জিনিয়ার ভাইদের কাছে পৌছানোর জন্য আজকের অলোচনা সভাতে দিক নিদেশনা প্রদান করা হয়।
আর জাতীয় প্রচার প্রকাশনা সেল সংগঠনের প্রান তাই সেই সেলের প্রত্যেক সদস্যকে তাদের নিজ জায়গা থেকে আরও বেশি কাজ করার লক্ষে যাতে সংগঠন সহ সেল সবার কাছে পরিচিতি পাই সেজন্য মাননীয় ট্রাস্টি ,পরিচালনা বোর্ডের সদস্য ও উপদেষ্টা ,সমন্বয়কারী মুখপাত্র,জাতীয় মিডিয়া সেল মুখপাত্র আহবান করেন।