মোঃ রেশাদুল হক, ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ারিং এসোসিয়েশন ( বি আই ই এ) এর অন্যতম সেল “জাতীয় জব ম্যানেজমেন্ট সেল” এর আজকে ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।।
১জন সমন্বয়কারী মুখপাত্র,
২জন সহঃ সমন্বয়কারী মুখপাত্র,
৫জন বোর্ড সদস্য
এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ারিং এসোসিয়েশন (বি আই ই এ) এর ১৩ টি সাংগঠনিক জোন এর প্রতিটি জোন থেকে ১জন করে জোন প্রতিনিধি নিয়ে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় জব ম্যানেজমেন্ট সেলের হাত ধরে এদেশের লক্ষ বেকার ইন্জিনিয়ার যুবকের কর্মসংস্থান হবে বলে আমরা সবাই আশাবাদী।
উক্ত কমিটির সকলকে বি আই ই এ এর ৮টি সেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।