বি.আই.ই.এর রাষ্ট্রীয় রেজিষ্ট্রেশন ও ৮ টি নির্বাহী সেলের চুড়ান্ত অনুমোদন

৯৪

মোঃ রেশাদুল হক, ডেস্ক রিপোর্টঃ ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ার দের অধিকার নিয়ে বাংলাদেশে কাজ করে এমন একমাত্র সংগঠন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ারিং এসোসিয়েশন( বি আই ই এ) এর সরকারি অনুমোদন দেয়া হয়েছে।

আজকে ২৫ জানুয়ারি ২০২১ রোজ সোমবার আদালত প্রাঙ্গণে যুক্তিতর্ক শেষে মহামান্য আদালত সরকারি রেজিষ্ট্রেশন ভুক্ত সংগঠন হিসেবে অনুমোদন দেয়।

এসময়ে আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বি আই ই এ প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আবদুল্লাহ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, পরিচালনা পরিষদের নির্বাহি সদস্যবৃন্দ সহ আরও অনেকে।

এসময়ে মহামান্য বিচারক,আইন কর্মকর্তা,জাতীয় নিঃ সংস্থা, মিডিয়া কর্মীদের ধন্যবাদ জানিয়ে আবদুল্লাহ আল মামুন ভাই বলেন “আমরা রাষ্ট্রকে বুঝাতে সক্ষম হয়েছি, আমরা মানবতার জন্য কাজ করব,সেচ্ছাসেবী থাকব তাই আমাদের সরকারি রেজিষ্ট্রেশন ভুক্ত করা হয়েছে।”

খুব শিগগিরই জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

100% LikesVS
0% Dislikes
1 Comment
  1. মোঃ রেশাদুল হক says

    শুভ কামনা বিআইইএ এর জন্য

Leave A Reply

Your email address will not be published.