বিশ্ব ইজতেমা ২০২১, ৮ ই জানুয়ারি

৫১

আবদুল আহাদ,ডেস্ক রিপোর্টঃ এবারের বিশ্ব ইজতেমার ১ম পর্ব অনুষ্ঠিত হবে ৮,৯,১০ জানুয়ারী শুক্রবার শনিবার ও রবিবার, প্রথম পর্বে অংশ নেবেন তাবলিগ জামাতের মাওলানা যোবায়ের অনুসারীরা। তাবলীগের আলেমী শুরার শীর্ষ মুরব্বিদের মাশওয়ারায় এ সিদ্ধান্ত হয়, এ মাশওয়ারায় আলমী শুরার সদস্য ছাড়া ও কাকরাইল এবং রায়বেন্ডের মুরব্বি ও শীর্ষ উলামায়ে কেরাম ও বিভিন্ন দেশের মারকাজের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। ২য় পর্ব অনুষ্ঠিত হবে ১৫, ১৬, ১৭ জানুয়ারি শুক্রবার শনিবার ও রবিবার দ্বিতীয় পর্বে অংশ নেবেন মাওলানা সাদ অনুসারীরা ।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.