মোঃ ইকরামুল হক রাজিব,ব্যুরো প্রধান,খুলনাঃ ফ্রান্স সরকার কতৃক বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ)কে অবমাননা করার প্রতিবাদে শুক্রবার জুম্মাবাদ রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন এর নেতৃত্ব এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । মিছিলটি কাজী বাড়ী মসজিদের সামনে থেকে শুরু হয়ে রামপাল থানার মোড়ে এসে সমাপ্ত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ , হাফেজ মোঃ মাসুম বিল্লাহ, সমাবেশে দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক মাওলানা আঃ কাদের, রামপাল সদরের, শ্রীফলতলার সকল মসজিদ ও কামরাংগা, হাজী আরিফ জামে মসজিদের সকল ইমাম ও শত শত মুসাল্লীগণ এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যোগ দেন ।
সমাবেশে বক্তারা বলেন ফ্রান্সের সকল পণ্য পরিহার করতে হবে এবং ফ্রান্সের সাথে সকল সম্পর্ক ত্যাগ করতে সরকারের প্রতি আহবান জানান ।