ডেস্ক রিপোর্ট,আল আমিনঃ বিলুপ্ত হয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষ। ১৫ বছর আগেও দেশের সিংহ ভাগ জমি চাষ করা হতো গরু কিংবা মহিষ দিয়ে।
এতে অনেক সময় ও শ্রম ব্যায় হতো। বেশি জমি চাষ করাও কষ্টসাধ্য ছিল। অনেক ক্ষেত্রে গরুর স্বাস্থ্য হানী ঘটত।
কিন্তু কৃষির আধুনিকায়ন এর ফলে বিলুপ্তির পথে গরু, মহিষ দিয়ে হালচাষ সে জায়গা দখল করেছে ট্রাক্টর, পাওয়ার টিলার।
সরকারের কৃষিখাতে প্রণোদনার ফলে ধারণা করা হচ্ছে, আগামী ৫ বছরের মধ্যে কৃষিতে যন্ত্রের ব্যাবহার বাড়বে। যার ফলে ফসল উৎপাদন বাড়বে।