মেহেদী হাসান,উপজেলা প্রতিনিধি,নালিতাবাড়ীঃ মহান বিজয় দিবস/2020 উৎযাপন উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্র কল্যাণ ফেডারেশন, নালিতাবাড়ী উপজেলায় নালিতাবাড়ী শহর শাখা কর্তৃক তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচী উদ্ভোধন করেনঃ জনাব মোঃ ইমদাদুল হক, প্রধান শিক্ষক, তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নালিতাবাড়ী, শেরপুর।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সভাপতি:জনাব মাহফুজ রানা, সহ-সভাপতি :আকাশ কুমার ঘোস, সাধারণ সম্পাদক :তাওহীদ হাসান,যুগ্ম সম্পাদক : তারিন ফারিয়া ঐশী, সহ-সাংগঠনিক সম্পাদক :সাইদুল ইমলাম, দপ্ততর সম্পাদক: সামিদুল ইসলাম, প্রচার সম্পাদক :সামি আল তাজভীর, উপপ্রচার সম্পাদক : আশিকুর ইসলাম, নারী বিষয়ক সম্পাদক :ফারিয়া সুরভী, শিক্ষা বিষয়ক সসম্পাদক :হাসমত অালী,বাংলাদেশ ছাত্র কল্যাণ ফেডারেশন, নালিতাবাড়ী শহর শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র কল্যাণ ফেডারেশন নালিতাবাড়ী শহর শাখার সকল সদস্যবৃন্দ।