কবি মোঃসাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)
চল মোরা প্রভাত ফেরি যাই,
বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী সবাই,
ফুল দিব মোরা শহীদ বেদি,
বিজয় আনল যারা হয়ে জেদি৷
নিজ দেশের জন্য আনতে সুশাসন,
কত রক্ত ঝরে, প্রাণ হল বলিদান,
কত নারীর সম্ভ্রম শত্রু নিল কেড়ে,
অমর মোরা যাব না তাদের ছেড়ে৷
দেশের তরে করল যুদ্ধ যারা,
পরাভব করল শত্রু তারা,
মুক্ত করল নিজ দেশের মাটি,
আনল বিজয়,তারাই বড় খাঁটি৷
আজ যে মোদের বিজয় দিবস,
মোদের জাগছে মনে অসিম সাহস,
চলরে চলরে চল চল,
সবাই মিলে নিয়ে দল বল৷
যারা বিজয় এনে সাহস যোগাল,
দূর্বৃত্তিপূর্ন শাসক গোষ্ঠির দিন ফুরাল,
তারা দুঃসাহসিক মুক্তি সেনার দল,
আজ মোরা আনন্দে দেখাই করতল৷
চলরে মোরা প্রভাত ফেরি যাই,
কন্ঠে মোদের সমর সঙ্গীত বাজাই,
শহীদ বেদিই স্বারক ওদের,
স্বশ্রদ্ধ শ্রদ্ধা জানাই মোরা তাদের৷