বিএনপি নেতা ম‌শিউর রহমান খান মারা গেছেন।

২২

মোঃ রেশাদুল হক,পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালী জেলা বিএন‌পি নেতা ম‌শিউর রহমান খান মারা গেছেন।

আজকে ৭ই এপ্রিল ঢাকায় চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান৷ ইন্না‌লিল্লা‌হে অইন্না ইলাই‌হির রা‌জেউন। তিনি পটুয়াখালী জেলা যুবদ‌লের সা‌বেক সভাপ‌তি ছিলেন। জনাব ম‌শিউর রহমান খান রাজনীতিবিদ ছাড়াও ছিলেন একজন সমাজসেবক।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.