বাস_পোড়ানোর_মামলায়_বিএনপির ১২০ নেতা কর্মীর আগাম জামিন

৪৫

বাস_পোড়ানোর_মামলায়_বিএনপির_১২০_নেতা_কর্মীর_আগাম_জামিন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা উওরঃ বাস পোড়ানোর মামলায় বিএনপির নেতা-কর্মীরা আজ হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে বেরিয়ে আসছেন। বাস পোড়ানোর ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া পৃথক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ১২০ জন নেতা-কর্মীর আগাম জামিন পেয়েছেন।

আগামী ৫ জানুয়ারি পর্যন্ত জামিন দিয়ে এই ১২০ জনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১২০ জনের জামিন আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার এই আদেশ দেন।

50% LikesVS
50% Dislikes
২ Comments
  1. Md.Shaidul Islam says

    সত্যের সন্ধানে সাহসী কন্ঠ

    1. Editor says

      ধন্যবাদ

Leave A Reply

Your email address will not be published.