অপূর্ব সুমন ঢাকা থেকেঃ
দুঃখ কষ্ট ঘুচবে কি ইমরানের?? ১বছর আগে বউ চলে গেছে।
ছাড়াছাড়ি হয়ে গেছে। অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেন তার সাবেক শশুর।
পাশে নেই সেই শাহবাগ, নতুন কি খবর আসছে ভক্তদের জন্য জানে না সেই ভক্তরা। সংগঠন এর পাশে নেই কোন কর্মী তাহলে কি হবে ইমরানের প্রত্যাশিত আকাাঙ্খা অভিব্যক্তিটা অধরামৃত।
টাকার জন্য বের হতে পারছেনা এ শাহবাগ আন্দোলনের লিডার, বাসা ভাড়া দেওয়ার টাকা নেই জানিয়েছেন তার সেই সময়ের সহযোদ্ধারা।
এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বউ ছিল, টাকা ছিল,দামী গাড়ী ছিল পাশে এখন কেউ নেই।
আজ এক গহীন অন্ধকারে নিমজ্জিত ইমরান।
নতুন বিয়ে করার ইচ্ছা থাকলে ও কারে আগ্রহ তেমন নেই।
তাদের প্রত্যাশা ঘুরে দাঁড়াবে প্রিয় ডাঃ ইমরান ও জাগরণের শাহবাগ।।