বারহাট্টায় শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি

২৫

ওমর ফারুক আহমদ, জেলা প্রতিনিধি, নেত্রকোনা

নেত্রকোনার বারহাট্টা চিরাম শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
নেত্রকোনার বারহাট্টা শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ফসলের এমন ক্ষতি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

স্থানীয় ব্যক্তিরা জানান ঝোড়ো বাতাস শুরু হয়। এ সময় উপজেলা চিরাম বাহাদুরপুর ইউনিয়নের বেশ কিছু গ্রামে শিলাবৃষ্টি হয়। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

ইউনিয়নের বোরো ফসল, আম ও লিচুর ক্ষতির পাশাপাশি বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে বাড়িঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে।বারহাট্টা উপজেলা প্রায় ২১ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো ফসলের চাষাবাদ করা হয়েছে।

ইউনিয়নের প্রায় ৩ হাজার হেক্টর জমির ফসল শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে।তবে কৃষকদের ভাষ্য, ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ আরও বেশি। অনেক কৃষকের আবাদকৃত পুরো জমিটিই শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। ঝোড়ো বাতাসের মধ্যে হঠাৎ কিছুক্ষণের শিলাবৃষ্টিতে মাটি সাদা হয়ে গেছে।

সকালে খেতে গিয়ে দেখেন, ধানগাছ শুয়ে পড়েছে। ফসলের প্রচুর ক্ষতি হয়েছে।
খবর পেয়ে স্থানীয় উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম আজ ক্ষতিগ্রস্ত বেশ কিছু এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে টিন ও অর্থ প্রদানের আশ্বাস দেন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.