স্টাফ রিপোর্টারঃ বরিশালের বানারীপাড়ায় ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ রুবেল খানকে গ্রেপ্তার করেছে বানারীপাড়া থানা পুলিশ।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হেল্লাল উদ্দিনের নির্দেশনায় উপ-পরিদর্শক(এস আই)মোঃ মনজুর হোসেনের নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের ৫ নং ওয়ার্ডের মোঃ ফিরোজ খানের ছেলে মোঃ রুবেল খানকে সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া হইতে ৫ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী মোঃ রুবেলের বিরুদ্ধে উপ-পরিদর্শক(এস আই) মনজুর হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ৬ ফেব্রুয়ারি শনিবার তাকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হবে।
এ বিষয়ে ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। মাদকের বিষয়ে কাউকে চুল পরিমান ছাড় দেয়া হবে না।নির্বাচন উপলক্ষে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীরা চাঙ্গা হতে পারে সেই লক্ষে বানারীপাড়া থানা পুলিশ সর্তক রয়েছে।