বাগেরহাটে রামপালে শিশু ধর্ষণ : ধর্ষক গ্রেপ্তার

৩৩

মোঃ ইকরামুল হক রাজিব,ব্যুরো প্রধান,খুলনাঃ রামপালে ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। রামপাল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ধর্ষক গোলাম শেখ (৫৫) ওরফে পাল গোলামকে আটক করেছে।

রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলম জানান, উপজেলার পেড়িখালীর সিকিরডাঙ্গা আশ্রায়ন প্রকল্প-২ এর, জনৈক দিনমজুরের ১১ বছরের কন্যাকে,একই এলাকার মৃত আমীন উদ্দিন শেখের পুত্র গোলাম শেখ মঙ্গলবার সকাল ১০ টার সময়, এলাকায় পার্শ্ববর্তী একটি গর্তে নিয়ে ধর্ষণ করে। ওই শিশুটি ভয়ে বিষয়টি দেরীতে জানায়। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ওই শিশুটির মা শিশুকে রামপাল থানায় নিয়ে আসেন। এরপর শিশুটির মা বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেন। আমরা তাৎক্ষণিকভাবে সন্ধ্যার পূর্বেই ধর্ষক গোলামকে বড়দিয়া গ্রাম থেকে গ্রেফতার করেছি। ধর্ষণের শিকার শিশুটির মা-ও ঘটনার সত্যতা স্বীকার করেন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.