নাজমুল হাসান (নবীন),বাকেরগন্জ প্রতিনিধিঃ বাকেরগন্জ পৌর নির্বাচনে বাকেরগন্জ থানায় অতিরিক্ত ১২০ জন বরিশাল রেঞ্জ থেকে পুলিশ মোতায়ন করেন জেলা প্রশাসন। তারই সাথে এলিট ফোর্স (র্যাব ৮) মোতায়ন হয়, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বাংলাদেশ সেনাবাহিনী এবং আনসার বিডিপি মোতায়ন করা হচ্ছে।
বাকেরগন্জ পৌর নির্বাচনকে ঘিরে রয়েছে নানা রকম অভিব্যক্তি। কারো কারো জন প্রোতিনিদ্দত বেশি কারো আবার পেশি শক্তি বেশি এই নিয়ে জন মানুষের মদ্দে চলছে নানা রকম বাক তর্ক।
কোন কোন ওয়ার্ডে চলছে প্রার্থীদের সাথে নানান তর্ক বিতর্ক। তবে যাই হোক না কেনো, কোন রকম কোন অন্যায়, হাতা হাতি, বাধা বিপত্তি হবে না কোথাও।
এ কথা জানিয়েছেন (এ সি ল্যান্ড) বাকেরগন্জ জনাব মোঃ তারিকুল ইসলাম , (উএনও) মাধবি রায় ও বাকেরগন্জ থানার ওসি মোঃআবুল কালাম আজাদ।
বাকেরগন্জ পৌর নির্বাচন হবে সচ্ছল। হবে না কোন কারচুপি বা ভোট চুরি ভোটারা নির্ভয়ে ভোট কেন্রে এসে তারা তাদের ভোট প্রদান করবে। ভোট কেন্রে একের পর এক টলহ দেবে প্রোশাসন।
তাই গত কাল ২৬ তারিখ থেকেই মাঠে নেমেছ পুলিশ, আজ সকাল থেকে মাঠে আছে সব ধরনের সৈনিক,বিডিআর, বিডিপি, সকল সৈনিক।