নাজমুল হাসান নবীন,বাকেরগন্জঃ বাকেরগন্জ পৌর নির্বাচন কে সামনে রেখে জনগনের মধ্য চলছে নির্বাচনি আমেজ।
আসন্য ২৮ ডিসেম্বর ২০২০ পৌর নির্বাচনে ৯টি ওয়ার্ডের জনগন ব্যাপক ভাবে তারা তাদের নির্বাচনি প্রচারনা চালাচ্ছে। মেয়র, কাউন্সিলর তারা আনুষ্ঠানিক ভাবে তাদের নির্বাচনি কমিটি দিচ্ছেন।
বাকেরগন্জ মেয়র কেন্ডিডেট হিসেবে আছেন আওয়ামিলিগ মনোনিত বার বার নির্বাচিত জনাব লোকমান হোসেন ডাকুয়া তিনি পূর্বের ন্যায় বাকেরগন্জ কে উন্নয়নে ২য় শ্রেনী থেকে ১ম শ্রেনীতে রুপান্তার করার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে বিএনপি থেকে মনোনীত প্রার্থী মনির হোসেন ও চরমোনাই পির সাহেবের মনোনীত প্রার্থী মাওলানা খলিলুর রহমান। ১-৯ টি ওয়ার্ডে আছে মহিলা সংরক্ষিত আসন সহ মোট ৪১ জন কাউন্সিলর প্রার্থী।
কে হবেন,( মেয়র ) তা জনগন আগে থেকেই জনাব মোঃ লোকমান হোসেন ডাকুয়া কে সিলেকশন করে রেখেছেন তার কারন তিনি,দলের কথা চিন্তা না করে জনগনের উন্নয়ন করেছেন,কথা ভাবেন, সরকারেরর সাথে তালমিলিয়ে উন্নয়ন করেছেন , দল মত নির্বিশেষে তাই জনগন তাকে পুনরায় মেয়র বহাল রাখবেন। ওয়ার্ডে, ওয়ার্ডে হচ্ছে খেলা কারন ১টি ওয়ার্ডে ৫ জন করেও প্রার্থী আছে। তাই যার জনপ্রীয়তা বেশি সে হবেন তাদের কাউন্সিলর কারন ওয়ার্ডে কোন রাজনৈতিক প্রভাত বিস্তার হবেনা।