জাকারিয়া মাহমুদ প্রিন্স,বরিশাল প্রতিনিধি: ৫ নং দূর্গাপাশা ইউনিয়ন পরিষদের জনন্দিত চেয়ারম্যান এস.এম সিরাজুল ইসলাম বাশার শিকদার এর নেতৃত্বে ৫ নং দূর্গাপাশা ইউনিয়ন বাসীর পক্ষ থেকে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বারবার নির্বাচিত সফল পৌরমেয়র জনাব লোকমান হোসেন ডাকুয়া কে ফুলের শুভেচ্ছা প্রদান করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু কেশব লাল সরকার,
যুবলীগ সভাপতি জি.এম. মাসুদ গাজী, মোঃ নাজমুল হাসান নেহাল। সাধারন সম্পাদক বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন বাকেরগঞ্জ উপজেলা শাখা।
ইউ.পি.সদস্য সত্তার হাং, রুবেল মোল্লা,আরিফ হোসেন, ইউনুস খান,লিটন। এমদাদুল হক,দেলোয়ার শিকদার, এনায়েত খান, জাহাঙ্গির তালুকদার,জোবাহান হাং, জামাল হাং, তোফাজ্জেল খান, পূমুর্খ্য (ওয়ার্ড আওয়ামীলীগ), ছাএলীগ,যুবলীগ, সেচ্ছসেবকলীগের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ।