নাজমুল হাসান নবীন,বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বাকেরগঞ্জ পৌর নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফলাফলে নির্বাচিত সদস্য গন হলো,
মো: লোকমান হোসেন ডাকুয়া মেয়র,
১নং ওয়ার্ডে কাউন্সিলর জনাব আবুল কালাম আজাদ।
২নং ওয়ার্ডে সিলেকশন হন জনাব মোঃ রিপন খন্দকার।
৩নং ওয়ার্ডে নির্বাচিত হন সুজন দেবনাথ ।
৪ নং ওয়ার্ডে নির্বাচিত হন মোঃ সেলিম রেজা ।
৫ নং ওয়ার্ডে নির্বাচিত হয় জনাব মোঃ সৈয়দ রিপন।
৬ নং ওয়ার্ডে নির্বাচিত হয় জনাব মোঃ মোকলেসুর রহমান।
৭ নং ওয়ার্ডে নির্বাচিত হয় জনাব মোঃ সেলিম হাং।
৮ নং ওয়ার্ডে নির্বাচিত হয় জগদিস মিত্র
৯নং ওয়ার্ডে নির্বাচিত হয় জনাব মোঃ নজরুল ইসলাম।
৯ টি ওয়ার্ড নিয়ে প্রথম বাড়ের মতো ই ভি এম পদ্ধতিতে অনুষ্ঠিত হল বাকেরগঞ্জ পৌর নির্বাচন,প্রথম বার ই ভিএম এ ভোট দিতে তেমন কোনো সমস্যা হইনি ভোটার দের। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্র মুখি উৎসুক ভোটারদের ছিল ভিড়। এই ভোট গ্রহন চেলছে সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত।
নিরাপত্তা চাদরে ডাকা ছিলো পৌর এলাকা,আইন শৃঙ্খলা বাহিনীর ততপরোতা ছিলো চোখে পরার মতো, সকল কেন্দ্র মহিলা ভোটারের উপস্থিতি ছিলো ব্যাপক,কোনো অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকল জনগনকে শুভেচ্ছা জানিয়েছন নির্বাচিতরা।