বর্নাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী নীলফামারী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ১৯৯৫-২০২০ আন্ত ব্যাচ ফুটবল শুভ উদ্ভধোন

৫৬

মোনাজীর ইসলাম,বিশেষ প্রতিনিধি,নীলফামারীঃ আজ নীলফামারীর ঐতিহ্যবাহী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কতৃক ১৯৯৫-২০২০ আন্ত ব্যাচ ফুটবল টুনামেন্টের শুভ উদ্ভধোন হয়েছে। এ উপল‌ক্ষে একটি আনন্দ র‌্যালী সারা শহর জুড়ে প্রদক্ষিণ শেষে শহরের বড় মাঠে এসে সমাপ্তি ঘটে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রধান অতিথি অরবিন্দ বায়,সাবেক অধ্যক্ষ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী সিদ্দিক সফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নীলফামারী।

এছাড়া সাবেক শিক্ষার্থী নীলফামারী জেলা ছাত্রলীগে সদ্দাম হোসেন,মাসুদ রানাসহ আরো অনেক সাবেক শিক্ষার্থী ও শিক্ষক। আজকের প্রথমার্ধে উদ্বোধনী ম্যাচে ব্যাচ ২০১২-১৬ এবং ২০০৮-৯ উক্ত খেলায় ১২ ও ৯ ব্যাচ জয় লাভ করে। ০৯ ব্যাচের পক্ষে মাহবুব ০১ গোল করে দলকে বিজয়ী করে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.