বিশেষ প্রতিনিধিঃরায়হান মাহমুদ রুমি
মুক্তাগাছা উপজেলা
ইন্টারনেট আর মোবাইলের সহজলভ্যতার কারণে অতি
আধুনিকতার নাম করে সফটপর্ন,যেমন-আইটেম সং বা অশ্নীল পোশাকের বিজ্ঞাপন থেকে শুরু করে নামী দামী পর্নসাইটের পর্নোগ্রাফী এখন মহামারী আকার ধারণ করে আছে। ক্লাস ৪ থেকে বৃদ্ব পর্যন্ত অনেকে কোননা কোন ভাবে পর্ন দেখে।বাংলাদেশের একটি এনজিওর পরিসংখ্যান মতে স্কুলের ছাত্ররা পর্যন্ত ক্লাসে পর্ন দেখে।
এইসব কথা কেউ বলতে চায় না কিন্তু এটা ওপেন সিক্রেট এর মত হয়ে গিয়েছে,আমাদের দেশে সরকারি ভাবে পর্ণ সাইট বন্ধ কিন্ত এগুলো ছাড়াও প্রচুর কম্পিউটার দোকান আছে যারা টাকার বিনিময়ে এসব সরবরাহ করে,তাছাড়া ভি.পি.এন এর অবাধ ব্যবহার কারণে অবৈধ সাইটে প্রবেশ করা রোধ করা যাচ্ছে না।
পর্নোগ্রাফী,নাটক, সিনেমায় আধুনিকতার নাম করে অশ্লীলতা বন্ধ করতে পারলে ধর্ষণ অনেকাংশে কমে যাবে এমনিতেই।