জাকারিয়া মাহমুদ প্রিন্স,
বরিশাল প্রতিনিধি।
২১/০১/২০২১
বরিশাল ঢাকা মহাসড়কে প্রাইভেটকার পিকাপভ্যান সংঘর্ষের দূর্ঘটনায় গুরত্বর আহত হয়েছেন,দ্রুত বিচার ট্রাইবনাল বরিশাল এর বিজ্ঞ বিচারক ও বিশেষ দায়রা জজ,এইচ এম মাহমুদুল হাসান, তাহার স্ত্রী, ভাইয়ের স্ত্রী ও ভাতিজি সহ ৫ জন,বরিশালের গৌরনদী বারথী নামক স্থানে অধ্য বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বে এই দূর্ঘটনাটি ঘটে, বিচারক এইচ এম মাহমুদুল হাসান প্রাইভেটকারে চরে পারিবারিক কাজে তার নিজ বাড়ি ঢাকা গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।এইচ এম মাহমুদুল হাসান তিনি নিজেই প্রাইভেটকার ড্রাইভকরে যাচ্ছিলেন,বিপরীত দিক থেকে আসা পিকাপভ্যানটি টায়ার অকেজো হয়ে বিচারক এইচ এম মাহমুদুল হাসানের গাড়ির উপর এসে পরে,মুখামুখি সংঘর্ষে বিচারকের প্রাইভেটকার টি ধুমরেমুচরে যায়,এই সময় গুরত্বর আহত হয় গাড়িতে থাকা তার পরিবারে সকলেই।তাদের উদ্ধারকরে গৌরনদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিক ভাবে বরিশাল শেরেবাংলা হসপিটালে পাঠানো হয়,বিচারক মাহমুদুল হাসানের ডান পা ও মাথায় গ্রুত্বর আঘাত প্রাপ্ত হয় এবং তাহার স্ত্রী ডান হাত, তার পরিবারে অন্যদের হাত পা ভেঙে যায়,পিকাপভ্যানের ড্রাইভারকেও গ্রুত্বর অবস্থায় শেরেবাংলা হসপিটালে ভর্তি করা হয়।
ঘটনা শুনে দ্রুত হাসপাতালে জরুরী বিভাগে দেখতে যান বরিশাল জেলা দয়রা জজ মো: রফিকুল ইসলাম,
চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট মো: কবির উদ্দিন প্রমানিক,অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট মো:মাসুম বিল্লাহ, চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট মো:মহিবুল হাসান,
অতিরিক্ত চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট মো:আমিনুল ইসলাম হস সকল বিচারক বন্দৃ,আরো দেখতে জান জেলা পাবলিক প্রসিকিউটর,মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাড একে এম জাহাঙ্গীর আলম,
এ্যাড:মো:রফিকুল ইসলাম খোকন ( মামা খোকন)এ্যাড: মো: মামুন চৌধুরী, এ্যাড:মো: মাহবুবুল ইসলাম জুয়েল,সহ শতাধিক আইনজীবী,
,বিচারক এইচ এম মাহমুদুল হাসানের উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা হসপিটালের চিকিৎসকদের একটি জরুরী বোর্ড সভার আয়োজন করা হয়।