বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও খুলনার সঙ্গে বাস চলাচল বন্ধ

৩৪

ফাইজুল ইসলাম, বরিশাল সদরঃ পিরোজপুরে বিআরটিসি বাসের শ্রমিকদের সঙ্গে বরিশাল রূপাতলী বাসের শ্রমিকদের হাতাহাতির জেরে ঝালকাঠি থেকে ১০ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। ১৪ ফেব্রুয়ারি সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। ফলে ঝালকাঠির অসংখ্য যাত্রীরা পড়েছেন বিপাকে।

ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিকরা জানান, শনিবার সকালে পিরোজপুর ও ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে দুই দফায় বিআরটিসি বাসের এজেন্ট ও শ্রমিকরা বরিশাল রুপাতলীর বাস শ্রমিকদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়ে।

একপর্যায়ে বিআরটিসি বাসের এজেন্ট ও শ্রমিকরা বরিশালের শ্রমিকদের ওপর হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে আসলেও বরিশালের শ্রমিকরা ন্যায্যবিচার পায়নি। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে এই ধর্মঘট ডেকেছে।

ধর্মঘটের ফলে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও খুলনার সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে।

এদিকে ধর্মঘটের ফলে অসংখ্য যাত্রীরা বিপাকে পড়েছেন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.