বরিশালে বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে টানা ৩য় বারের মত মেয়র পদে বিজয়ী হয়েছেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জনাব লোকমান হোসেন ডাকুয়া
জাকারিয়া মাহমুদ প্রিন্স,বরিশাল প্রতিনিধিঃ বাকেরগঞ্জ পৌর নির্বাচনে আবারো মেয়র স্বাদ পেলেন মো:লোকমান ডাকুয়া,
বিপুল ভোটে এগিয়ে থেকে নির্বাচিত হলেন লোকমান ডাকুয়া,
নৌকা প্রতিক নিয়ে-লোকমান হোসেন ডাকুয়া পেয়েছেন-৭০৪১ভোট,তার নিকট তম প্রতিদন্ধি,মো: খলিলুর রহমান
হাত পাখা- -২৪১২ভোট।
(৩) ধানের শীষ -৯৬৪ ভোট।
সকল জনগনকে শুভেচ্ছা জানিয়েছন লোকমান হোসেন ডাকুয়া।