ফাইজুল ইসলাম,বরিশাল সদর প্রতিনিধিঃ বিশ্বব্যাপি বৈশ্বিক কোভিড (১৯) করোনার টিকা বরিশালে প্রথম বারের ৩ লাখ ডোজ টিকা এসে পৌঁছেছে। দেশীয় ঔষধ কোম্পানী বেক্সিমকো ফার্মার বিশেষ ব্যবস্থার পরিবহনে আজ শুক্রবার (২৯ জানুয়ারী) দুপুর ১২টায় এই টিকা আসে। যা বরিশাল বান্দ রোডস্থ সিভিল সার্জন অফিস কার্যালয়ের আইস লাইনড রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয়েছে।
এ ব্যাপারে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, প্রথম ভাগে বিভাগের ৬ জেলার মধ্যে পিরোজপুর জেলা বাদে তিন লাখ টিকা এসেছে। আগামী ৩১ জানুয়ারী পিরোজপুর জেলার টিকা এসে পৌঁছবে। এই টিকার মধ্যে ৪৮ হাজার ডোজ জমা রাখা হবে। টিকা ব্যবহারকালীন সময়ে কোথায়ও সংকট থাকলে সেখানে জরুরী ভিত্তিতে পাঠানোর জন্য।
অন্যদিকে টিকা পাবার আবেদন জানিয়ে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সদস্যদের তালিকা জেলা প্রশাসক দপ্তরে জমা দিয়েছে বলে জানা গেছে।