বনভোজনের বাস উল্টে ৮ জন আহত

৩৯

ডেস্ক রিপোর্টঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ডৌহাতলী গ্রাম থেকে একটি বাস ভরে মধুটিলা ইকো পার্কে বনভোজনে গিয়েছিল। ফেরার পথে হালুয়াঘাটের শাপলা বাজার সংলগ্ন স্থানে নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনার কবলে পড়ে উক্ত বাসটি। বাস উল্টে তারাকান্দার ৮ জন আহত হয়েছে।

জানা যায়, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ডৌহাতুলি গ্রামের আয়োজনে সকালে মধুটিলা ইকোপার্ক এর উদ্দেশ্যে ৬০ জন যাত্রী নিয়ে রওনা দেয় এক বাসটি। মধুটিলা থেকে বনভোজন শেষে সন্ধায় তারাকান্দা উপজেলার উদ্দেশ্যে রওনা দিলে হালুয়াঘাট উপজেলার শাপলা বাজারের ২-৩ শত গজ দক্ষিণে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নীচে পড়ে যায়। এ সময় ৮ জন আহত হয়। পরে স্থানীয়রা পুলিশের সহযোগীতায় আহতদেরকে উদ্ধার করে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহতরা হলেন, তারাকান্দা উপজেলার ডৌহাতলা গ্রামের সিরাজ আলীর কন্যা সাবিকুন্নাহার (১৯),একই গ্রামের কায়ুমের স্ত্রী মুক্তা (২২),নিজাম উদ্দিনের স্ত্রী হালিমা খাতুন (৫০),বারেক বিশ্বাসের স্ত্রী তাসলিমা খাতুন (৩৫),রব আলীর পুত্র সবুজ মিয়া (২৫),মোজাফর বিশ্বাসের পুত্র আব্দুল বারেক (৪০),শহিদুল্লার পুত্র সাদেক মিয়া (১৯) ও ওমর আলী (৩৫)। আহতরা আশংকামুক্ত রয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.