বঙ্গবন্ধু টি ২০ – ২০২০

৪৫

ডেস্ক রিপোর্টঃ উদ্বোধনী ম্যাচে ব্যর্থ মোহাম্মদ আশরাফুল,ঢাকার সাথে টসে হেরে ব্যাট করতে নেমে রাজশাহীর সংগ্রহ 20 ওভার শেষে 9 উইকেটে 169 রান।
অনেকদিন পর ক্রিজে এসে মোহাম্মদ আশরাফুল ব্যর্থতার পরিচয় দিয়েছেন ৯ বলে ৫ রান করে,মুক্তার আলীর বলে মোহাম্মদ নাঈম এর হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন
আনিসুল ইসলাম ইমণ ২৩ বলে ৩৫ রান। তালুকদার ৮ বলে ৬,ফজলে মাহমুদ কোন বল না খেলেই ০ রান আউট হয়েছেন।
নুরুল হাসান সোহান ২০ বলে ৩৯,মেহেদী হাসান ৩২ বলে ৫০ করে রান করে আউট হয়েছেন। আরাফাত সানী ১ বলে 0 রানে আউট হয়েছেন,ফরহাদ রেজা ৬ বলে ১১*,
মুকিদুল ইসলাম ৩ বলে ০ রানে রান আউট হয়েছেন।
ইবাদত হোসেন ২বলে ২* রান করেছেন,
মুক্তার আলী ৪ অভার ২২ রান খরচ করে ৩ উইকেট পেয়েছেন,মেহেদি হাসান রানা ১টি,নাঈম হাসান ১টি, নাসুম আহমেদ ১টি করে উইকেট পেয়েছেন।
মধ্যাহ্নবিরতির চলছে,,,

170 রানের লক্ষ্যের কিছুক্ষণ পর ব্যাট করতে নামে ঢাকা
খেলার আপডেট পেতে সাহসী কন্ঠের সাথে থাকুন

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.