আল আমিন,পঞ্চগড়ঃ কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে চৌরঙ্গী মোর শেরই বাংলা পার্ক পঞ্চগড়ে ০৬ডিসেম্বর, রবিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
জেলা আওয়ামিলীগ, ছাত্রলীগ সহ জেলা, উপজেলা, পৌর আওয়ামী সহযোগী সংগঠনের নেতা কর্মিরা।
এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা অাওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক অানোয়ার সাদাত সম্রাট,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি অামিরুল ইসলাৃম। জেলা মহিলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও পঞ্চগড় পৌরসভার মেয়র প্রার্থী জাকিয়া খাতুন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও জেলা অাওয়ামি লীগের সহ সভাপতি- অাবু তোয়াবুর রহমান, জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব ও পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক হুমায়ুন করিব উজ্বল সহ অাওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু র ভাস্কর্য ভাঙ্গা দোষীদের অাইনের অাওতায় আনা সহ দেশে অস্থিতিশীল করতে চাওয়া গোষ্ঠী কে সাবধান করেন।