মোঃ তাহমিদুর রহমান,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের মানববন্ধন‘বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানের বিরোধিতার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করে স্বেচ্ছাসেবকলীগ।
মানববন্ধন থেকে ঘোষনা দেওয়া হয়, জাতির পিতার ভাস্কর্য নির্মান নিয়ে কেউ যদি অরাজকতা তৈরী করতে চায়, তাহলে তাদের কঠোর হাতে দমন করবে আওয়ামীলীগের নেতাকর্মীরা।
মানবন্ধনে জেলা আওয়ামীলীগের সহসভাপতি রুহুল আমিন বলেন, চাঁপাইনবাবগঞ্জে হেফাজত সহ কোন পক্ষ যদি ইসলাম ধর্মকে অপবাখ্যা দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়, তাকে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে, এটা ২০২০ সাল, কোন ধরনের বাড়াবাড়ি মেনে নেয়া হবে না।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে আরো বক্তব্য দেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনক, যুবমহিলা লীগের সভাপতি এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, স্বাচিপ নেতা ডা. গোলাম রাব্বানী, কৃষকলীগ নেতা মুসফিকুর রহমান টিটো সহ অনান্যরা।