মোঃ রফিক ভূঁইয়া খোকা,বিভাগীয় প্রধান,ময়মনসিংহ: এই প্রথম জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো( জাতিসংঘ শিক্ষা,বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা) বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল। এক সংবাদ সম্মেলনে এই পুরস্কারের বিভিন্ন দিক তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন। মন্ত্রী জানান,ইউনেস্কোর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ২৩টি পুরস্কার প্রদানের প্রচলন রয়েছে যেখানে বাংলাদেশ থেকে এখানে কোন অন্তর্ভুক্তি ছিল না।
ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্যা ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি নামে এ পুরস্কার প্রবর্তনের মাধ্যমে বিশ্বময় সংস্কৃতি কর্মীদের সৃজনশীল অর্থনীতির বিকাশে অনুপ্রেরণা জোগাবে। তাঁর কথা থেকে আরো জানা যায়, এ পুরস্কারটি প্রথমবারে মতো আগামী ২০২১ সালের নভেম্বরে ইউনেস্কোর ৪১তম সাধারণ সভা চলাকালে প্রদান করা হবে। প্রতি দুই বছর পর পর এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের অর্থমান ৫০ হাজার মার্কিন ডলার। এ পুরস্কারের মাধ্যমে বাংলাদেশের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধুর জীবনী বিশ্বময় ছড়িয়ে যাওয়ার সুযোগলাভে আমরা বিজয়ী বাঙ্গালি জাতি পুনর্বার বিশ্বে মর্যাদার আসীনে সমাসীন হলাম।