বক্তা

৫৩

কবি মোঃসাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)

মঞ্চে বসেই হুংকার মার,
সবটুকু গায়ের জোরে,
আল্লাহ বলে আরশ কাঁপে,
তোমার এ বিশ্রী সুরে৷

ইসলাম কোন হুংকারের নয়,
ইসলাম হলো শান্তি,
এত বিদ্যা শিখেও কেন?
তোমার চলায় ভ্রান্তি৷

তোমার বিদ্যার অনুসারী,
অগণিত জনতা,
তুমিই যদি শুদ্ধ না হও,
কেমনে কাটবে ঈসলামে জড়তা?

বিশ্ব নবী(সাঃ)এর আদর্শ,
চির অম্লান উন্নত,
তাঁরি পথে চল তোমরা,
হও সর্ব গুনে ব্রত৷

বিশ্ব নবী(সাঃ) শিখায়নি,
হুংকার চিৎকার করে কথাবার্তা,
ইসলাম রক্ষায় কেয়ামত পর্যন্ত,
থাকবে তাঁরি দেওয়া এ প্রথা৷

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.