আহম্মেদ সায়েম, বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ “যদি পাই এতিম শিশু তাদের জন্য করবো কিছু” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়’অরফান্স বিডি ফাউন্ডেশন’এর উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বকশীগঞ্জ এন.এম উচ্চবিদ্যালয় মাঠে অরফান্স বিডি ফাউন্ডেশনের স্থানীয় অভিভাবক জনাব মোঃ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মোঃ মাসুমুল হক সিদ্দিকী, প্রধান শিক্ষক বকশীগঞ্জ এন,এম উচ্চবিদ্যালয়।
প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র নজরুল ইসলাম সওদাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুর রাজ্জাক,সাবেক অধ্যক্ষ সরকারি জাহেদা সফির মহিলা কলেজ, জামালপুর। বীরমুক্তিযোদ্ধা জনাব মোঃ আফসার আলী, সহ-সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন,বকশীগঞ্জ উপজেলা শাখা। জনাব মোছাদ্দেকুর রহমান মানিক, সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন, বকশীগঞ্জ পৌর শাখা।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর আগামী বছর ৫০ জন এতিম শিশুকে আর্থিক সহায়তা করবেন বলে আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে মাসুমুল হক সিদ্দিকী উক্ত অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান এবং এতিম মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কুলের সকল বিষয়ে বিশেষ ছাড়ের আশ্বাস দেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক, সাংবাদিক ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক মাসুদ রানা, সাংবাদিক এমদাদুল হক লালন সহ আরও গুণীজন।