মুরসালিন
কলমাকান্দা, নেত্রকোনা
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে দেশের বিভিন্ন রক্তদান সংগঠনের পক্ষ থেকে ফ্রি ব্লাড কেম্পিং এর আয়োজন হচ্ছে দেশের বিভিন্ন জেলা উপজেলায়। সেচ্ছাসেবীরা জানান আমাদের দেশে রক্তশুন্যাতা,থ্যালাসেমিয়া, সিজার ও বিভিন্ন রুগের অপারেশন জন্য,অনেক সময় বিভিন্ন গ্রুপের ব্লাড প্রয়োজন হয়। তাই আমরা আমাদের রক্তদান সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ফ্রি ব্লাড কেম্পিং এর আয়োজন নিয়েছি। আমরা আমাদের সকল সেচ্ছাসেবী সংগঠন ও সেচ্ছাসেবীদের পক্ষ থেকে, আমাদের দেশের সকল জেলা উপজেলার হাসপাতাল পরিচালকদের কাছে একটি দাবি জানাচ্ছি যে, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে ফ্রি ব্লাড পরিক্ষা করার সুযোগ করে দেওয়া জন্য। সেচ্ছাসেবীরা জানিয়েছেন ফ্রি ব্লাড পরিক্ষা করার সুযোগ পেলে যারা নিজের ব্লাড গ্রুপ জানেনা তারাও হইত যেনে নিবে, এবং তখন যদি ব্লাড ডোনেট করার জন্য উৎসাহিত দেওয়া হয় তাহলে হইত আমাদের অনেক সেচ্ছাসেবী রক্তদাতার বাহির হবে। এতে আমাদের ব্লাড ম্যানেজ করতে সহজ হবে, একটি রুগীর জীবন বাচাতে আমরা পাসে থাকতে পারব, বলে দাবী জানান সেচ্ছাসেবীরা। দাবি জানিয়েছেন @ত্রিশাল ব্লাড ডোনেশন ক্লাব। @কলমাকান্দা ব্লাড ডোনেশন সোসাইটি (KBDS)। রক্তদানে আমরা মোহনগঞ্জ। রক্তদানে আমরা কেন্দুয়া। ভাংনামারি ব্লাড ডোনেটিং ক্লাব গৌরিপুর। কেবিডিএ চট্টগ্রাম ইউনিট। সেচ্ছায় রক্তদানে ধর্মপাশা। একতা ব্লাড ও সামাজিক সংগঠন দাপনিয়া। সেচ্ছায় রক্তদানে নেত্রকোনা জেলা। পাপড়ি রক্তদান ফাউন্ডেশন। বাংলাদেশ রক্তদান। ফাউন্ডেশন রক্তদানে আমরা ময়মনসিংহ। রক্তদানের অপেক্ষা ময়মনসিংহ বিভাগ। সহ বিভিন্ন রক্তদান ফাউন্ডেশন। দাবী গ্রহণ করে তাদের পাসে থাকার জন্য জানান সকল রক্তদান সংগঠনের পরিচালক কমিটি।