অভিজীত শর্মা,ফেনী জেলা প্রতিনিধি:
ফেনী জেলার পরশুরাম উপজেলায় উত্তর গুথুমায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে ইরা মনি নামের ২ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।মঙ্গলবার(১৩জুলাই) সকালে পরশুরাম পৌরসভার উত্তর গুথুমার করোলিয়া কোনায় এই মৃত্যু ঘটনা ঘটে।নিহত ইরামনি(২) মোঃ শাহাদাত হোসেন (সোহেল) এর মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, ইরামনি সকালে নাস্তা করে বাইরে খেলতে যায়। হঠাৎ তাকে দেখতে না পেয়ে পারিবারের লোকজন খোঁজাখুজি করে।পরে বাড়ির পিছনে একটি পুকুরে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করে পরিবারের লোকজন।
স্থানীয়দের সহযোগিতায় ইরামনি(২) উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার দবব্রু গাসম্মি দেবু তাকে মৃত ঘোষণা করেন।