মো:সোহাগ হোসেন
আসবে বাধা পাহাড় সম কিবা আসে যায়,
যুবক তুমি ফিরে এসো সরল পথের নায়।
ভূলে যাও অতীত তুমি পাপ কাজ দাও ছাড়ি,
সরল পথে এসো যুবক ভাঙ্গো মনের আড়ি।
দ্বীনের পথে চলতে গেলে আসবে অনেক বান,
ভয় পেওনা যুবক ভাই হও তুমি আগুয়ান।
যুবক ভাই তুমি সদা সত্য কথা বলো,
ভিতুর মত না চলিয়ে বীরের মতো চলো।
মুনাফিক আর দুশমনেতে ভরে গেছে দেশ,
তাদের থেকে রক্ষা করো তোমার আপন দেশ।
যুবক তুমি দুশমন দেখে করিও না ভয়,
মনে রেখ হবে একদিন ইসলাম এর জয়।
চলবো মোরা ইসলামের পথে উচু করে শীর,
তোমায় দেখে বাতিলের যেন চোখে আসে নীড়।
দ্বীনকে কায়েম করবো মোরা দুশমনকে ভয় না করি,
মরতে তো হবেই একদিন বীরের মতো মরি।
ফিরে এসো যুবক ভাই হও ইমানদার,
তবেই তুমি পাইবা রে ভাই জান্নাতেরি দার।
সত্যের পথে চলো যুবক ছাড়িও না হাল,
যুবক তুমি উড়িয়ে দাও দ্বীন ইসলামের পাল।