ইমরান হোসেন পিয়াল,
কলাপাড়া প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় বিষপানে নবম শ্রেণীর কিশোর-কিশোরীর মৃত্যু!
অবশেষে প্রেমিক-প্রেমিকার ওসিয়াত মেনে নিয়ে পাশাপাশি কবর দেয়া হয়েছে ।
গতকাল ১২ জানুয়ারী রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামের রাজিব (১৭) ও রাবেয়া(১৫) নামের এক প্রেম যুগলের বিষপানে মৃত্যুর পর তাদের ময়না তদন্ত শেষে দুজনার ওসিয়াত অনুযায়ী পাশাপাশি কবর দেয় হয়।
জানা গেছে, মৃত্যুর আগে এক টুকরো কাগজে লিখে গিয়েছিলেন তাদেরকে যেন পাশাপাশি কবর দেয়া হয় এবং তাদের এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।