ডেস্ক রিপোর্টঃ 170 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে,ঢাকার
মোঃ নাঈম ২চার,২ ছয় ও ১৭ বলে ২৬ রান,
আকবর আলী ৪ চার ও ১ ছয়ে ২৯ বলে ৩৪,
মুশফিকুর রহিম ৩ চার ও ১ ছয়ে ৩৪ বলে দলীয় সর্বোচ্চ ৪১ রান করে।
রবি স্পিড স্টার এবাদতের বলে নুরুল হাসান সোহান এর হাতে ক্যাচ দিয়ে আউট হন শেষ দিকে। মুক্তার আলী এসে ৩ ছয় ও ১ চারে ১৬ বলে ২৭ রান করে, রানের ব্যবধান কমান। কিন্তু দলকে জয় এনে দিতে পারেনি। 2 রানে হেরে মাঠ ছাড়েন হার্ডহিটার সাব্বির রহমান এবং মুক্তার আলী ঢাকাকে জয় এনে দিতে ব্যর্থ। তানজিদ হাসান তামিম ২ চার ও ১ ছয়ে ১১ বলে ১৮। সাব্বির রহমান ৭ বলে ৫রান করেন।
মেহেদি হাসান ২২ রানে ১,এবাদত হোসেন ৩৬ রানে ১টি,
ফরহাদ রেজা ৩৩ রানে ১,আরাফাত সানি ৩৮ রানে ১, উইকেট লাভ করেন।
খেলাধুলার সকল আপডেট পেতে সাহসী কন্ঠের সাথে থাকুন।