আহম্মেদ শাকিল, স্টাফ রিপোর্টার: চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, আবারও ৫ বছরের জন্য ইসলামী আন্দোলনের আমির হয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২০০৬ সাল থেকে তিনি দলটির আমিরের পদে আছেন। দলটির মহাসচিব পদে ২ বছরের জন্য এসেছেন মাওলানা ইউনুছ আহমাদ।
আজ দিনব্যাপী অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২১-২২ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। দলটিতে আমির পরিবর্তন হয় ৫ বছর, অন্যান্য পদে পরিবর্তন হয় ২ বছর পর।
যারা নির্বাচিত হলেন:
মজলিসে সাদারাত (প্রেসিডিয়াম সদস্য): চরমোনাই পীর ও মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মাওলানা নুরুল হুদা ফয়েজী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক আজাদ, হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, অধ্যাপক মাহবুবুর রহমান।
এছাড়াও বিভিন্ন পদের জন্য কমিটি গঠন করা হয়।