ডেস্ক রিপোর্টঃ ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশ সুরক্ষা বিলের বিরোধিতা কারীদের সাথে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। গত শনিবার পুলিশ সুরক্ষা আইনের বিরুদ্ধে রাজপথে নেমে আসে অর্ধলক্ষাধিক মানুষ। প্রাথমিক অবস্থায় শান্তিপূর্ণ বিক্ষোভ হলে ও পরে বিভিন্ন স্থাপনায় ভাংচুর এবং পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা এতেই নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয় এবং নিরাপত্তা বাহিনীরা ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ঐ সংঘর্ষে কমপক্ষে প্রায় ২০ জন আহত হয় এবং বিক্ষোভ থেকে ৪৬ জন কে আটক করা হয়।
সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পুলিশের সুরক্ষায় একটি আইন পাশ করার উদ্যোগ নেন। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ফ্রান্সে আইনটি পাস হয়। এই আইন করার ফলে কোন পুলিশ কর্মকর্তার ছবি প্রকাশ করা যাবেনা ফ্রান্সে। এই আইনটি করার ব্যাপারে বিক্ষোভকারীরা জানান, পুলিশের নির্মমতা আড়ালের সুযোগ করে দিবে এই আইন।