পুলিশ কর্মকর্তা বাবার গুলিতে যুবকের আত্মহত্যা

৬০

মোঃ সাব্বির হোসেন,ডেস্ক রিপোর্ট: মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ায় শাসন করেছিলেন বাবা। তাতেই অভিমানে বাবার পিস্তলের গুলিতে আত্মহত্যা করল এক যুবক। দুপুরে নগরীর আকবর শাহ সিটি গেটের শাপলা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়,ছেলে মাহিন মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ায় বকাঝকা করেন বাবা খুলশী থানার উপ-পরিদর্শক মইনুদ্দিন। এরপর বাবা নামাজে গেলে অভিমানে বাবার পিস্তল দিয়ে নিজের বুকের ডান পাশে গুলি করেন সে, পরে মুমূর্ষু অবস্থায় মাহিনকে প্রতিবেশীরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

ছবি: সংগৃহীত।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.