- ড
যারা বাংলাদেশ পুলিশে যোগদান করতে ইচ্ছুক, মানসিক প্রস্তুতির পাশাপাশি নিন্মলিখিত কাগজ গুলো যোগাড় করে রাখুন।
#১০ কপি ছবি( সত্ত্যায়িত)
#Ssc সনদ পত্র(মূলকপি)
#সর্বশেষ স্কুল বা কলেজ কতৃক প্রশংসা পত্র।
#ব্যাংক ড্রাপ্ট
#চেয়ারম্যান সনদ পত্র(মূলকপি)
#জাতীয় পরিচয় পত্র ( না থাকলে নিজের জন্ম নিবন্ধন মূল কপি)
#মা/বাবার জাতীয় পরিচয় পত্র।(মূলকপি)
#অবিবাহিত সনদ পত্র (মূলকপি)
# অভিভাবকের সম্মতি পত্র
#বয়সঃ ১৮ হতে ২০।
#ওজনঃ ৫২ হতে ৮৫।
#বুকঃ এর মাপ ৩২ বাই ৩৪।
#উচ্চতাঃ পুরুষ ৫ ফুট ৬”, মহিলা ৫ ফুট ২
#বিঃদ্র: যেকোনো সময় সার্কুলার ছাড়বে….