সাইদুল ইসলাম,ঢাকা উওরঃ আজ রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজারে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ২১ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ সাহসী কন্ঠকে জানান, ৬টা ২৫ মিনিটে জুতার কারাখানায় আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বলেন,৬টা ৪৫ মিনিটে আগুন নির্বাপণ করতে সক্ষম হয়,ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
তবে আগুনের সূত্রপাত এবং হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।