পিস্তল ও গুলি সহ শরণখোলায় কৃষক আটক

৩১

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ- বাগেরহাটের শরণখোলায় র‌্যাবের বিশেষ অভিযানে মোঃ ফারুক হোসেন সেপাই (৫১) নামের এক কৃষককে আটক করেছে র‌্যাব-৬।

শুক্রবার (৮ জানুয়ারী) বিকেলে উপজেলার আমড়াগাছিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে র‌্যাব-৬ এর একটি দল। র‌্যাবের হাতে আটক হওয়া ওই কৃষক উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা মৃতঃ এনামুল হক সেপাইর ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র‌্যাব-৬ এর ডিএডি মোঃ বাজিউজ্জামানের নেতৃত্বে একটি দল ফারুক সেপাইর বাড়িতে অভিযান চালায়।

এসময় তার বসত ঘরে তল্লাশী চালিয়ে একটি নাইন এমএম বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন সহ নগদ ১১৪০ টাকা উদ্দার করে র‌্যাব। পরে তাকে আটক করে শরণখোলা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

তবে কৃষক ফারুক সেপাইয়ের মেয়ে তাহেরা আক্তার বলেন, আমাদের সাথে প্রতিবেশী শাহবাজ খাঁন ও নুরজাহান বেগম সহ তাদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সক্রান্ত বিরোধ থাকায় প্রতিপক্ষরা সুপরিকল্পিত ভাবে ফাঁসিয়ে দিয়েছেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান জানান, এ ঘটনায় ডিএডি বাজিউজ্জামান বাদী হয়ে ফারুক সেপাইয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.