সঞ্জয় বৈরাগী, পিরোজপুর জেলা প্রততিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে শান্তিপূর্ন পরিবেশে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। চলছে ভোট গণনা।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ১৯টি পদের বিপরীতে আওয়ামী লীগ পন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল থেকে ১৯ জন এবং বিএনপি পন্থী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সমিতির ১৯টি পদের মধ্যে ১৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অর্থ সম্পাদক এবং খেলাধুলা সম্পাদক এ দুটি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।