পাটুয়াভাঙ্গা সুধী সমাবেশের দিনব্যাপী কৃতি শিক্ষার্থী সংবর্ধণা ও চড়ুইভাতি অনুষ্ঠিত

২৩

পারভেস সাগর,পাকুন্দিয়া প্রতিনিধি: সুধী সমাবেশ পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, কর্মি সমাবেশ ও চড়ুই ভতির আয়োজন এতিহ্যবাহী মসূয়া সত্যজিৎ রায়ের পৈত্রিক ভিটায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির সভাপতি এইচ, এম, মাহফুজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া কটিয়াদিরের পরিচিত গুরুজন শ্রী তাপস কুমার রায়, এতে শুভেচ্ছামূলক স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সেক্রেটারী জেনারেল আজিজুল হক সুমন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুলতান আফজাল আইয়ূবীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইশাখাঁ ইন্টারন্যাশনাল কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান বদরুল হুদা সোহেল, মসূয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি ও মসূয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হামিদুল হক দুলাল, মিঠামইন উপজেলার এটিউ ও পাটুয়াভাঙ্গার কৃতি সন্তান রুহুল আমিন রিপন, মসূয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশরাফ উদ্দিন দুলাল, বিশিষ্ঠ ব্যাবসায়ী আব্দুল মান্নান মনাক প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ- সভাপতি নজরুল ইসলাম,মেহেদী হাসান রায়হান, ডা.জিয়া উদ্দিন টিটু, সহ- সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ডা. সাদ্দাম হোসেন শামীম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোবারক হোসেন, হিমেল আহাম্মেদ, মাও: ফখরুদ্দিন, মিসবাহ সৌরভ, আকিবুর রহমান, তৌহিদ আতিক,হাবিব রাজিব,জুয়েল শেখ, শেখ খায়রুল ইসলাম, জামান রুদ্র, বিল্লাল আর্ট, আজহারুল ইসলাম,শাহরিয়ার কবির সাগর, নাইমুল ইসলাম, মোজাম্মেল সহ অন্যান্য সদস্যবৃন্দ।

শুরুতেই মসূয়ার রায় পরিবারের স্মৃতিচারণ, আলোচনা সভা, র‍্যাফেল ড্র ও অত্র বছরে প্বার্শবর্তী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জিপি এ ফাইভ পাওয়া উত্তীর্ণদেরকে সংবর্ধনা দেওয়া হয়।করোনাকালীন সেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সুধী সমাবেশ পাটুয়াভাঙ্গা ইউনিয়ন ইতো:মধ্যে তাদের কার্যক্রমে পুরো কিশোরগঞ্জে ব্যাপক পরিচিত লাভ করেছে। সংগঠনটি তাদের সৃজনশীল কার্যক্রমের এ দ্বারা অব্যাহত রাখবে বলে জানিয়েছে বক্তারা।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.