লালমনিরহাট প্রতিনিধিঃ মোঃ আনসার আলী
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার উত্তর সির্ন্দুনা গ্রামের দিনমজুর,নুর ইসলামের দুই ছেলে জন্মের পর থেকেই দৃষ্টি প্রতিবন্ধী
তার বড় ছেলের নাম শাহিন মিয়া ও ছোট ছেলে সাজু মিয়া।
তাদের বাবা নুর ইসলাম পেশায় দিনমজুর-বন্যায় তিস্তা নদীতে বিলিন হয়ে মাত্র ১৫ শত জমির ওপর তাদের বসতবাড়ি- দিনমজুরি আর ভাতার সামান্য টাকা দিয়েই কোনোরকমে কাটছে তাদের সংসার।
সংসারের যখন এই অবস্থা তখন থাকার জন্য জেলা প্রশাসকের কাছে ফোন দিয়ে একটি বাড়ি চেয়েছিলেন ছোট ছেলে দৃষ্টি প্রতিবন্ধী সাজু-সে আহ্বানে সাড়া দিয়ে তার জন্য একটি পাকা বাড়ি তৈরি করে দিচ্ছেন জেলা প্রশাসক আবু জাফর। ‘জমি আছে ঘর নেই’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ প্রকল্পের আওতায় তাকে এ ঘর তৈরি করে দেয়া হচ্ছে।
ইতোমধ্যে বসতবাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে-দুই কক্ষবিশিষ্ট পাকা বাড়ি নির্মাণ হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী সাজু মিয়ার জন্য। বাড়ি পেয়ে খুশি পরিবারের সদস্যরা