পরিবহণ বিড়ম্বনা

৪৩

মো: সোহাগ মিয়া,মধুপুর,টাংগাইলঃ টাংগাইল এর উত্তরে অবস্থিত ধনবাড়ি ও মধুপুর উপজেলা। এই উপজেলার জনগনের এক অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাস পরিবহণ সমস্যা। এলাকার সাধারন জনগন ও ঢাকা -মধুপুর যাতায়াতকারী ভুক্তভোগীদের থেকে জানা যায়,মধুপুর টু ঢাকাগামী বিনিময় পরিবহণ একছত্র অধিকার বিরাজ করে চলেছে। বাসের ফিটনেস, যত্রতত্র উঠানামা করানো, যাত্রীদের সাথে অসদাচরণ, ভাড়া নিয়ে কথা কাটাকাটি এ যেনো নিত্য দিনের অবস্থা। অভিযোগ করার নাম্নারেও কল করে পাওয়া যায়নি তাদের সাড়া।

অনেকে মনে করেন, এদের একার আধিপত্য বিরাজ করার জন্য অন্য ভালো মানের কোনো পরিবহণ আজো এই রাস্তায় চলতে পারেনি। সকল যাত্রী যেনো এই পরিবহণ এর কাছে জিম্মি। উল্লেখ্য ইতিপূর্বে এ নিয়ে অনেক প্রতিবাদ মিছিল, ফেস্টুন, প্লে কার্ড নিয়ে প্রতিবাদ জানানো হলেও,পাওয়া যায়নি কোনো আশানুরূপ ফলাফল। অপরদিকে বেপরোয়া ভাবে চালানোর জন্য প্রান যাচ্ছে সাধারন যাত্রীদের।

মধুপুর বাসী এ থেকে রেহাই পেতে চান এবং যথাযথ ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসন এর দৃষ্টিপাত চেয়েছেন তারা।
এবং ঢাকা টু মধুপুর রোডে উন্নতমানের পরিবহণ ব্যবস্থা চালু করার প্রতি অনুরোধ জানিয়েছেন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.