পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মচারীদের শুদ্ধাচার পুরষ্কার বিতরণ করা হয়েছে।

৩৫৭

মোঃআল-আমিন,পটুয়াখালী সদর উপজেলা প্রতিনিধি: “সুখী-সমৃদ্ধ সোনার বাংলা” গড়ার প্রত্যয়ে শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মচারীদের মাঝে আজ শুদ্ধাচার পুরস্কার -২০২১ প্রদান করা হয়েছে।

মাঠ পর্যায়ে উপজেলা কার্যালয় সমূহের প্রধানদের মধ্য থেকে পুরস্কার পেয়েছেন পটুয়াখালী সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লতিফা জান্নাতী। জনাব লতিফা জান্নাতী ২২ জানুয়ারি ২০১৮ তারিখে উপজেলা নির্বাহী অফিসার, পটুয়াখালী সদর হিসেবে যোগদান করেন। দীর্ঘ সময় ধরে তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দক্ষতা, স্বচ্ছতা এবং দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করছেন।

মাঠ পর্যায়ের জেলা কার্যালয় সমূহের গ্রেড-৪ হতে গ্রেড-১০ ভুক্ত কর্মচারীদের মধ্য থেকে পুরস্কার পেয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী তে কর্মরত সহকারী কমিশনার জনাব মোঃ গোলাম সরওয়ার। জনাব মোঃ গোলাম সরওয়ার জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখায় এবং নেজারত শাখায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

মাঠ পর্যায়ের জেলা কার্যালয় সমূহের গ্রেড-১১ হতে গ্রেড-২০ ভুক্ত কর্মচারীদের মধ্য থেকে পুরস্কার পেয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী তে কর্মরত জনাব আবদুস ছালাম খান, অফিস সুপার, উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়, বাউফল, পটুয়াখালী, প্রেষণে-সাধারণ শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী। তিনি বর্তমানে সংস্থাপন শাখায় কর্মরত আছেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জিএম সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব); জনাব ইসরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ; জনাব শাহ মো: রফিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, পটুয়াখালী; জনাব লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পটুয়াখালী সদর সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ হুমায়ূন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।

67% LikesVS
33% Dislikes
Leave A Reply

Your email address will not be published.