মোঃ রেশাদুল হক,জেলা প্রতিনিধি,পটুয়াখালীঃ নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে STOP-GBV (Gendar Based Violence) সংক্রান্তে জেলা পুলিশ পটুয়াখালী কর্তৃক দিন ব্যাপী এক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। পটুয়াখালী জেলার প্রতিটি থানায় নারী ও শিশু বান্ধব হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। যেখানে একজন নারী পুলিশ কর্মকর্তা ভিকটিমদের কথা শুনে প্রয়োজনীয় আইনগত সেবা প্রদান করেন।
এই হেল্প ডেস্কেরকার্যক্রম সঠিক ভাবে পরিচালনা করার লক্ষ্যে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক একটি Standard Operating Procedure (SOP) প্রণয়ন করা হয়েছে।৩১ মার্চ ২০২১ পটুয়াখালী জেলা পুলিশ অফিস সম্মেলন কক্ষে সকল থানার নারী ও শিশু হেল্পডেস্ক অফিসার ও অফিসার ইনচার্জদের নিয়ে এক প্রশিক্ষণে ডেস্ক ইনচার্জগণ তাদের সেবা সমূহ তুলে ধরেন।
সেবার মান আরো উন্নত করার লক্ষ্যে পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্ পিপিএম মহোদয় সকলের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।